ঢাবির আশপাশে রাজনৈতিক কর্মীদের ভিড় বাড়ছে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট শেষ হয়েছে। এই মুহুর্তে ভোট গণনা চলছে। এদিকে ভোটগ্রহণ শেষের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রবেশমুখ ও আশপাশের এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র ও মুক্তি তোরণ, বকশিবাজার মোড়, শাহবাগ, নিউমার্কেট এলাকায় এসব নেতাকর্মীদের দেখা যায়।
জানা যায়, ধীরে ধীরে মানুষের উপস্থিতি বাড়ছে। এরা কেউ দলবদ্ধভাবে অবস্থান করছেন, কেউবা আশপাশে দাঁড়িয়ে নীরবে অপেক্ষা করছেন।
মানুষের ভিড়ের মধ্যেও কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রশ্ন করলেই অনেকে নীরবে পাশ কাটিয়ে যাচ্ছেন। অনেকে আবার হাসি দিয়ে এড়িয়ে যাচ্ছেন। উপস্থিতি নিয়ে জিজ্ঞেস করা হলে রাজনৈতিক নেতাকর্মীরা স্বীকার করতে চাননি যে তারা নিজেদের সমর্থকদের জড়ো করছেন। ফলে ভিড় বাড়লেও জমায়েতের কারণ সম্পর্কে কেউ প্রকাশ্যে কিছু বলছেন না।
তবে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকায় একাধিক প্রবেশপথে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ক্যাম্পাসের ভেতরেও আগের তুলনায় পুলিশের উপস্থিতি বেড়েছে।
আই/এ