বিজয় উদ্যাপন করতে চান না ডাকসুতে বিজয়ী দম্পতি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী হয়েছেন এক দম্পতি। তাদের নাম রায়হান উদ্দীন ও উম্মে ছালমা। তারা শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলে প্রতিদ্বন্দিতা করেছিলেন। ডাকসুর ইতিহাসে স্বামী-স্ত্রীর প্রার্থী হওয়ার এই বিষয়টি নজীর বিহীন। তাদের বিজয়ী হওয়ার ঘটনা নতুন ইতিহাস হিসেবে দেখছেন অনেকেই।
রায়হান উদ্দীন কার্যকরী সদস্য ও উম্মে ছালমা কমন রুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফলাফলে জানা গেছে, উম্মে ছালমা কমন রুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে ৯ হাজার ৯২০ ভোট পেয়েছেন। তার স্বামী রায়হান উদ্দীন কার্যকরী সদস্য পদে পেয়েছেন ৫০৮২ ভোট।
রায়হান ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। ছালমা একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রতিক্রিয়ায় এই দম্পতি আল্লাহর কাছে শোকরিয়া জানিয়েছেন। তারা বলেছেন, নিজ নিজ জায়গা থেকে কঠোর পরিশ্রম করেছেন। শিক্ষার্থীরা তাদের ওপর আস্থা রেখেছেন। এটা একদিকে যেমন আনন্দের, তেমনি দায়বদ্ধতার।
বিজয়কে উদ্যাপন করতে চান না তারা। তাদের কার্যক্রমই হবে উদ্যাপন। এটিকে কোনো অর্জন মনে করেন না। যেদিন দায়িত্ব শেষ করবেন সেদিন তাদের অর্জন শেষ হবে। শিক্ষার্থীরা যদি বলে, ভাল কাজ করেছি সেদিনই হবে উদ্যাপনের সময়।
এর আগে রায়হান উদ্দিন জানিয়েছিলেন, তিনি এবং তার স্ত্রী শিবিরের প্যানেলের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে মনোনয়ন পেয়েছেন। তারা আগেও শিক্ষার্থীদের জন্য কাজ করেছেন। নির্বাচিত হলেও শিক্ষার্থীদের জন্য কাজ করবেন।