আন্তর্জাতিক

যুদ্ধে জড়াতে পারে পোল্যান্ড-রাশিয়া?

এবার সরাসরি যুদ্ধে জড়াতে পারে পোল্যান্ড-রাশিয়াইউক্রেনে হামলার সময় একাধিক রুশ ড্রোন পোল্যান্ডের আকাশ সীমায় ঢুকে পড়ে। আর এসব ড্রোনকে যৌথভাবে ভূপাতিত করেছে পোল্যান্ড ও ন্যাটোর বিমান বাহিনী। ওই ঘটনার পর ইউরোপের দেশটির সঙ্গে রাশিয়ার উত্তেজনা তুঙ্গে।      

রুশ ড্রোন হামলার পর জরুরী সভা ডেকেছে পোল্যান্ডের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। যেখানে উপস্থিত থাকবেন দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। অন্যদিকে রুশ হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন।  

রাশিয়াকে হুশিয়ারি দিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন, মিত্রদের নিরাপত্তার ব্যাপারে ফ্রান্স কোন আপস করবেন না। আর ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়াকে চড়া মুল্য দিতে হবে। পাশাপাশি ইউরোপের সর্ববৃহৎ সামরিক জোট ন্যাটোর প্রধান মার্ক রুটে পোল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রাখছেন।

তিন বছর আগে শুরু হওয়া যুদ্ধে প্রথমবারের মত ইউরোপের কোন দেশের আকাশসীমা লঙ্ঘন করলো রাশিয়া। যা পরিস্থিতিকে ব্যাপক জটিল করে তুললো। পোল্যান্ড ইউরোপের সর্ববৃহৎ সামরিক জোট ন্যাটোর সদস্য। ন্যাটোভুক্ত যেকোন দেশের ওপর হামলাকে জোটটির সব দেশের ওপর হামলা বলে বিবেচনা করা হয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, গেলো সপ্তাহে চীনের সর্ববৃহৎ সামরিক প্যারেডে অংশ নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যা রুশ প্রেসিডেন্টকে অনেক সাহসী করে তুলেছে। আর দেশে ফিরেই ইউক্রেনে হামলা জোরদার করেছেন তিনি। মঙ্গলবার ইউক্রেনে স্মরণকালের বড় হামলায় মারা গেছেন ২৪ ইউক্রেনীয় নাগরিক। হামলায় ব্যবহার করা হয়েছে চার শতাধিক ড্রোন ও ৪০ টি মিসাইল।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন