বিনোদন

পূজায় মুক্তি পাচ্ছে শ্রাবন্তীর নতুন সিনেমা

দুর্গাপূজার উৎসবে মুক্তি পাচ্ছে টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নতুন ছবি ‘দেবী চৌধুরানী’। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমায় নারীপ্রধান চরিত্রে অভিনয় করে নিজেকে ভাগ্যবতী মনে করছেন অভিনেত্রী।

বাংলা চলচ্চিত্রে দীর্ঘ পথচলার পর এবার ভিন্ন মাত্রায় দর্শকের সামনে হাজির হতে চলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পূজার মৌসুমে মুক্তি পেতে যাওয়া ‘দেবী চৌধুরানী’ সিনেমা নিয়ে তিনি জানালেন, “এমন একটি চরিত্রের অফার পেয়ে নিজেকে খুব লাকি মনে হয়েছিল। সচরাচর নারীকেন্দ্রিক সিনেমা খুব একটা হয় না। তাই ‘দেবী চৌধুরানী’ করতে পেরে সত্যিই এক্সাইটেড হয়েছিলাম। ঐতিহাসিক ঘটনাক্রমে অবলম্বনে দাঁড়িয়ে এমন চরিত্রে কাজের সুযোগ পাওয়া সত্যিই সৌভাগ্যের।”

শুধু সিনেমা নয়, ব্যক্তিগত জীবন নিয়েও অকপট শ্রাবন্তী। তিনি বলেন, “আমি সবসময় খুব ইমোশনাল ছিলাম। নিজের কথা খুব কম ভেবেছি। এখন একটু ভাবছি। যদি আগের নিজেকে পরামর্শ দেওয়ার সুযোগ পেতাম, বলতাম নিজের দিকেও খেয়াল রাখা উচিত, মাঝে মাঝে একটু স্বার্থপর হওয়া দরকার।” তবে অতীত নিয়ে আর ভাবেন না তিনি।  শ্রাবন্তীর ভাষায়, “পোস্ট ইজ হিস্ট্রি। যা হয়ে গেছে তা আর বদলানো যায় না। তাই বর্তমানই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, “এই জগতটাই আমার সব। আমার ধ্যান-জ্ঞান, ভালোবাসা, প্রেম সবকিছু অভিনয়কে ঘিরে। এটাকেই নিয়ে আমি বেঁচে আছি।  দর্শকদের সামনে নতুনভাবে প্রমাণ করার তাগিদ সবসময়ই অনুভব করি।”

শৈশবেই চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন শ্রাবন্তী। স্মৃতিচারণ করে বলেন, “আমার যখন আট-নয় বছর বয়স, তখন থেকেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করি। সেই শুরু থেকে এখন পর্যন্ত অনেক লম্বা একটা যাত্রাপথ অতিক্রম করেছি। এই পথচলাই আমার বেঁচে থাকার অনুপ্রেরণা।”

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন