ক্যাম্পাস

জাকসু নির্বাচন

শিবিরকে জয়ী করতে কারচুপির আশঙ্কা ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. শেখ সাদী হাসান।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মওলানা ভাসানী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে জামায়াতে ইসলামীর মালিকানাধীন একটি অপ্রসিদ্ধ প্রতিষ্ঠান থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন সংগ্রহ করেছে।

তার ভাষ্য, “ভোটের আগের রাতে আমরা সামাজিক মাধ্যমে জানতে পারি যে, নির্বাচনের জন্য যেসব উপকরণ কেনা হয়েছে, সেগুলোর উৎস নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। প্রশাসনের এমন উদ্যোগে সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে আমরা শঙ্কিত। আমাদের ধারণা, ছাত্র শিবিরের প্রার্থীদের জিতিয়ে দিতে এ পরিকল্পনা করা হয়েছে।”

তিনি আরও জানান, শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত ওএমআর মেশিনে ভোট গণনার সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয় এবং পরে হাতে গোনা পদ্ধতিতে ভোট গণনার ঘোষণা দেয়।

তবে তার অভিযোগ, বিতর্কিত ওই প্রতিষ্ঠানের ছাপানো ব্যালট পেপার এখনও ব্যবহৃত হচ্ছে, যা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। তিনি বলেন, “শিবিরকে বিজয়ী করার গোপন পরিকল্পনার অংশ হিসেবেই এই ব্যালট পেপার ব্যবহার করা হচ্ছে। আমরা চাই, অবিলম্বে নতুন ব্যালট পেপারে ভোটগ্রহণ হোক।”

এ সময় নির্বাচন কমিশনের উদ্দেশে সাদী বলেন, “আমরা আশা করছি নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখবে এবং কোনো রাজনৈতিক পক্ষের ইচ্ছা বাস্তবায়নে সহযোগিতা করবে না। এ ধরনের পক্ষপাতমূলক নির্বাচনের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন