ক্যাম্পাস

পুনর্নির্বাচনের দাবি জানিয়ে জাবিতে ছাত্রদলের মিছিল

নতুন করে তফসিল ঘোষণা করে আবারও জাকসু নির্বাচনের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর শাখা ছাত্রদল। এর আগে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল ও প্রগতিশীল সংগঠনের ৫ প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর থেকে শুরু হয়ে চৌরঙ্গী মোরে এসে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। মিছিলে অংশ নেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী সাদী, এজিএস প্রার্থী সাজ্জাদ।

মিছিলে তারা 'প্রহসনের নির্বাচন মানি না', 'প্রহসনের জাকসু মানব না', জাকসু বয়কট' ইত্যাদি স্লোগান দেন।

সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল জাবি শাখার আহ্বায়ক জহিরউদ্দিন বাবর বলেন, 'ছাত্রদল সর্বপ্রথম জাকসু নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আশ্বস্ত করেছিল। আমরা বিশ্বাস করেছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করবে।'

তিনি বলেন, 'ভোট নিয়ে অনিয়ম ও কারসাজি হয়েছে। জাহানার ইমাম হল, বঙ্গমাতা হলসহ অনেক হলে ব্যালট পেপার নিয়ে গিয়ে জাল ও ভুয়া ভোট দেওয়া হয়েছে। প্রশাসনের রিটার্নিং কর্মকর্তার প্রত্যক্ষ মদদে ভোট জালিয়াতি করা হয়েছে।'

তিনি অভিযোগ করেন,  'ছাত্রশিবিরের কাছে অতিরিক্ত ব্যালট দিয়ে ভুয়া ভোট দেওয়ানো হয়েছে। ছাত্রী সংস্থাকে দিয়ে কারচুপি করানো হয়েছে,' বলেন তিনি।

জহিরউদ্দিন বাবর বলেন, 'আমরা নতুন নির্বাচনের দাবিতে আগামীকাল জাকসু নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবো। অন্যান্য যেসব প্যানেল ভোট বয়কট করেছে, তাদের সঙ্গে আলোচনা চলছে, তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে যাব।'

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন