ক্যাম্পাস

জাকসু নির্বাচনের ফল ঘোষণায় সময় জানালো নির্বাচন কমিশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। নির্বাচন কমিশনের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানিয়েছেন, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে ১১টার মধ্যে বেসরকারিভাবে ফল ঘোষণা করা সম্ভব হতে পারে।

তিনি জানান, ভোট গণনায় বিলম্বের মূল কারণ হাতে (ম্যানুয়ালি) গণনার সিদ্ধান্ত। যদিও শুরুতে ওএমআর মেশিন ব্যবহার করার পরিকল্পনা ছিল, প্রার্থীদের আবেদনের কারণে সেটি পরিবর্তন করা হয়। ফলে গণনায় বেশি সময় লাগছে।

রাশিদুল আলম আরও বলেন, বৃহস্পতিবার ভোটগ্রহণ কিছুসময় দেরিতে শুরু হয়েছিল। কয়েকটি হলে দুপুর পর্যন্ত ভোটদানের হার ছিল কম, তবে বিকেলে ভিড় বেড়ে যায়। 

নিয়ম মেনে সবার ভোট নিশ্চিত করতে গিয়ে ব্যালট বাক্স কমিশনে পৌঁছাতে দেরি হয়, যার কারণে গণনা শুরু হয় রাত ১০টার পর। শুক্রবার দুপুর পর্যন্ত ২১টি কেন্দ্রের মধ্যে ১৭টির ভোট গণনা শেষ হয়েছে। 

প্রসঙ্গত, এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৭ জন। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ জন প্রার্থী। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন।

ভোটগ্রহণ হয়েছে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে স্থাপিত ২২৪টি বুথে। প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করছেন একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও ৬৭ জন সহকারী পোলিং কর্মকর্তা।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন