সুশীলা কার্কিই কি হচ্ছেন নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে নিয়োগ দেওয়া হতে পারে। বিষয়টি নিয়ে জানা আছে এমন একটি সূত্র (১২ সেপ্টেম্বর) শুক্রবার রয়টার্সকে এ তথ্য দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ ও লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে গত সপ্তাহে ব্যাপক গণবিক্ষোভ হয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ৫১ জন নিহত ও ১ হাজার ৩০০ জনের বেশি আহত হন। বিক্ষোভের মুখে গেলো মঙ্গলবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি।
নাম প্রকাশে অনিচ্চছুক এক সংবিধানবিশেষজ্ঞ রয়টার্সকে বলেন, সুশীলা কারকিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হবে। ওই বিশেষজ্ঞের দাবি, নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল ও সেনাপ্রধান অশোক রাজ সিগদেল তাঁর সঙ্গে আলোচনা করেছেন। ‘জেন জি–রা তাঁকে (সুশীলা) চায়। এটা আজই ঘটবে।’ বিক্ষোভকারীদের বেশির ভাগেরই বয়স জেন–জি প্রজন্মের হওয়ায় নামটি জনপ্রিয়তা পেয়েছে।
এক জেন–জি সূত্র বলেছে, প্রেসিডেন্ট পাওদেলের বাসভবনে একটি বৈঠকের পর কারকিকে আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হতে পারে।
এ ব্যাপারে জানতে প্রেসিডেন্টের দপ্তর ও সেনা মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে রয়টার্স। তবে সাড়া পাওয়া যায়নি।
এনএস/