ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউএনওসহ আহত ৩০
কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ঘিরে পুলিশের সঙ্গে দর্শকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কক্সবাজার সদর উপজেলা ইউএনও নিলুফা ইয়াসমিন চৌধুরীসহ ৩০ জন আহত হয়েছেন
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জেলা স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। পরে সংঘর্ষ আশাপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, রামু বনাম টেকনাফ উপজেলার বহুল প্রতীক্ষিত ম্যাচ দেখতে ভিড় জমায় হাজারো দর্শক। কিন্তু শুরুতে টিকিট সংকট আর কালোবাজারির অভিযোগে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
দর্শকদের অভিযোগ—সাধারণ আসনের ৫০ টাকার টিকিট একশ্রেণির দালালের হাতে চলে যায়। পরে সেই টিকিট বিক্রি হয় ৫০০ টাকায়। এতে মাঠে ঢুকতে না পেরে ক্ষুব্ধ দর্শকরা উত্তেজিত হয়ে পড়েন। গ্যালারিতে ভাঙচুর ও জোরপূর্বক মাঠে প্রবেশের চেষ্টা করেন।

এসময় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা বাধা দেয়ার চেষ্টা করলে, সংঘর্ষের ঘটনা ঘটে। ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে অন্তত ৩০ জন আহত হন। আহতদের কয়েকজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় ফাইনাল খেলা বন্ধ করে দিতে বাধ্য হন আয়োজকরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভাংচুরের কারণে স্টেডিয়ামে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তবে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। টিকিট কালোবাজারি ও বিশৃঙ্খলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আই/এ