জাতীয়

কারাবন্দিদের সাজা কমাবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

দণ্ডপ্রাপ্ত কারাবন্দিদের সাজার মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে কারাগারে থাকা কিছু দণ্ডপ্রাপ্ত আসামির সাজা কমানোর উদ্যোগ নেয়া হয়েছে। বিশেষ করে যেসব নারী ও বয়স্ক বন্দি রয়েছেন, তাদের ক্ষেত্রে এ সিদ্ধান্ত অগ্রাধিকার পাবে।

নারী আসামিদের ক্ষেত্রে যাবজ্জীবন সাজা কমিয়ে ২০ বছর করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। তবে পুরুষ বন্দিদের ক্ষেত্রে কিছুটা বেশি সময় সাজা কার্যকর থাকতে পারে। এখনো পুরুষদের জন্য নির্দিষ্ট মেয়াদ চূড়ান্ত হয়নি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সামনে আসছে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা। উৎসবটি যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সেজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সে লক্ষ্যেও প্রয়োজনীয় পদক্ষেপ ও প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে চলমান আন্দোলনের বিষয়ে তিনি বলেন, এ ইস্যুতে অবরোধ সৃষ্টি করে সাধারণ মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে। বিকেলের মধ্যে অবরোধ তুলে না নিলে আইন প্রয়োগ করে তাদের সরিয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন