বিনোদন

আলমগীরের নামে ভুয়া আইডি, সতর্কবার্তা মেয়ের

বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা আলমগীরের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভুয়া আইডি এবং ফ্যান পেজ তৈরি হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার মেয়ে জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীর।  

অভিনেতা আলমগীর দীর্ঘদিন ধরে ফেসবুক বা অন্য কোনও সামাজিক মাধ্যম ব্যবহার করেন না। তবুও তার নাম ব্যবহার করে নানা ভুয়া পেজ ও আইডি চলে আসছে যা নিয়ে তার মেয়ে আঁখি সম্প্রতি ফেসবুকে পোস্ট দিয়েছেন।

আঁখি বলেন, ‘নায়ক আলমগীর ফ্যানস ক্লাব’ নামের একটি পেজে সাড়ে ছয় লাখের বেশি ফলোয়ার রয়েছে। কিন্তু এই পেজের সঙ্গে বাবার কোনও সম্পর্ক নেই। এগুলো বন্ধ করুন। যেকেউ তার নামে পেজ চালাচ্ছেন তারা যদি তার বিশালতা না বুঝতে পারেন তবে এসব পেজ চালানোর কোনও কারণ নেই। 

তিনি আরও বলেন, বাবা ফেসবুক ব্যবহার করেন না সুতরাং, এসব ভুয়া পেজ এবং আইডির সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। মাঝে মাঝে এমনও হয় যে আমাকে ট্যাগ করা হয় যা পুরোপুরি অনুচিত। আমার বাবা, শাবানা আন্টি, ববিতা আন্টি এ ধরনের কিংবদন্তি শিল্পীদের প্রচারের আর কোনও প্রয়োজন নেই। তাদের অবদান এবং সম্মানই যথেষ্ট।

তবে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করার ইচ্ছা আপাতত নেই বলে জানিয়েছেন আঁখি। এতগুলো পেজের মধ্যে একটি বন্ধ হলেও নতুন পেজ খুলে আবার তারা আগের মতো কাজ শুরু করে দেয়। তাই সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এসকে//  

এ সম্পর্কিত আরও পড়ুন