আন্তর্জাতিক

হাজার হাজার সেনা দিয়ে গাজায় চূড়ান্ত অভিযানে ইসরাইল

আন্তর্জাতিক নিন্দা ও প্রতিবাদ স্বত্ত্বেও গাজায় হাজার হাজার সেনা দিয়ে চূড়ান্ত অভিযানে নেমেছে ইসরাইল। সামরিক কর্মকর্তাদের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানান, গেলো রাত থেকে গাজার খুব গভীরে  অভিযান শুরু করা হয়েছে। এই অভিযানে হামাসের তিন হাজার সদস্যের সঙ্গে মোকাবিলা করবে ইসরাইলি সামরিক বাহিনী।  

গাজায় চূড়ান্ত অভিযান এমন সময় শুরু করলো ইসরাইল, যখন দেশটির বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে গণহত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রতিবেদনটি প্রকাশিত হয়

তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, গণহারে মানুষকে হত্যা, ত্রাণ প্রবেশে অবরোধ, জোর করে মানুষকে স্থানচ্যুত করা এবং শিশুদের ক্লিনিক ধ্বংসের বিষয়টিকে তারা বিবেচনায় নিয়েছেন। এতে দেখা গেছে ইসরাইল গাজায় গণহত্যা চালিয়েছে।

র এই গণহত্যার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগকে দায়ী করা হয়েছে। 

 

  

এ সম্পর্কিত আরও পড়ুন