জাতীয়

বাংলাদেশের মানবাধিকার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ ইউরোপীয় পার্লামেন্টের

ছবি: সংগৃহীত
 

ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। তাদের মতে, নানা চ্যালেঞ্জ থাকলেও গণতন্ত্র রক্ষায় বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার উপকমিটির চেয়ারম্যান মুনির সাতুরির নেতৃত্বাধীন প্রতিনিধি দল।

বৈঠকে মানবাধিকার সুরক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী করা এবং ২০২৬ সালের জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে ইউরোপীয় ইউনিয়নের কার্যকর ভূমিকার ওপর জোর দেন পররাষ্ট্র উপদেষ্টা।

জবাবে প্রতিনিধি দল সরকারের সংস্কারমূলক পদক্ষেপ, উন্মুক্ততা ও ভোটাধিকার রক্ষার প্রচেষ্টাকে স্বাগত জানায়। তারা রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের মানবিক সহায়তা অব্যাহত রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিনিধি দল আজ কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন