আন্তর্জাতিক

পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১১

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বৃহস্পতিবার পৃথক বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। শুক্রবার পাকিস্তানের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।   

ইরানের কাছে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রান্তে দাশতে আধাসামরিক বাহিনীর একটি গাড়িতে বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে হামলা করে নেন এক আত্মঘাতী বোমা হামলাকারী। এতে মুহূর্তে গাড়িটি বিস্ফোরিত হয়

নিহত পাঁচজনের মধ্যে তিন সেনা সদস্যও রয়েছেন। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে।  

অন্যদিকে বৃহস্পতিবার রাতে বেলুচিস্তান প্রদেশের একটি আফগান সীমান্ত ক্রসিংয়ের কাছে আরেকটি বিস্ফোরণে ছয় শ্রমিক নিহত হয়েছেন

এর আগে, চলতি মাসে কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে সন্ত্রাসী গোষ্ঠীর আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত হয়। এ ছাড়া প্রায় প্রদেশটিতে সেনাবাহিনীর ওপর হামলা হয়। অপরদিকে সেনাবাহিনীও সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি আক্রমণ করছে। ওই সব অভিযানেও দুই পক্ষের লোকজন নিহত হচ্ছেন।

 

এনএস/ 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন