বিনোদন

শবনম ফারিয়ার আলোচিত বিয়ের ২০ ছবি

হাজারো ভক্তকে একেবারে বিস্মিত করে হঠাৎ বিয়ের খবর জানালেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। 

খবর ছড়াতেই মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ভরে যায় তার বিয়ের ছবিতে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুই পরিবারের উপস্থিতিতে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ের একটি মসজিদে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। 

 

 

সাদামাটা আয়োজনেই কনে সাজলেন ফারিয়া, আর অতিথিদের আপ্যায়নে ছিল খেজুর ও বাদাম। 

অনুষ্ঠান ছোট হলেও শোবিজ অঙ্গনের কিছু পরিচিত মুখের উপস্থিতি নজর কাড়ে।

বিয়ের সাজে দুজনকে দেখা যায় রঙ মিলিয়ে অফ হোয়াইট পোশাকে। ফারিয়ার লেহেঙ্গায় ছিল হালকা কাজ, সূক্ষ্ম সিলভার-গোল্ডেন অ্যাম্ব্রয়ডারি, আর মাথায় নরম জালের মতো কাপড়ে ঝলমলে কাজ করা ওড়না। 

গহনার মধ্যে সোনার নেকলেস, কানের দুল, টিকলি ও নথ তার সাজকে দিয়েছে রাজকীয় আবেদন। 

অন্যদিকে বর তানজিম তৈয়ব ছিলেন অফ হোয়াইট পাঞ্জাবি-পায়জামা আর ক্রিম টোনের কোটে, যা তাকে দিয়েছে মার্জিত ও ক্লাসিক লুক।

রাজশাহীর ছেলে তানজিম তৈয়ব অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর শেষ করেছেন। 

বর্তমানে তিনি দেশের একটি শীর্ষ বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, এটি ফারিয়ার দ্বিতীয় বিয়ে। ২০১৮ সালে তিনি হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন, তবে সেই দাম্পত্য টেকেনি বেশিদিন। ২০২০ সালের নভেম্বরে বিচ্ছেদ হয় তাদের।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন