শুটিংয়ে চোট পেলেন জুনিয়র এনটিআর
শুটিংয়ে গুরুতর আহত হয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নন্দমুরি তারকা রামা রাও, যিনি জুনিয়র এনটিআর নামে পরিচিত । শুক্রবার ( ১৯ সেপ্টেম্বর ) সকালে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে আহত হন তিনি।
প্রাথমিক চিকিৎসার পর দক্ষিণী এই জনপ্রিয় তারকাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা জানান, জুনিয়র এনটিআররের চোট গুরুতর নয়। তবে তাঁকে কিছু দিন বিশ্রামে থাকতে হবে।
এদিকে জনপ্রিয় এই তারকার আহতের খবর পাওয়া মাত্রই, ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন।
ছবিটির পরিচালক বলেন, পেশাদারিত্ব এবং অক্লান্ত পরিশ্রমের জন্য জুনিয়র এনটিআর সর্বদাই প্রশংসিত। তবে বর্তমানে তাঁর সুস্থতা প্রথম অগ্রাধিকার।
এনটিআর-এর শুটিংয়ে সঙ্গী ছিলেন বেশ কয়েকজন সহ-অভিনেতা এবং দলের সহ কর্মীরা। তারা জানান, শুটিং কিছুদিনের জন্য স্থগিত করা হয়েছে। অভিনেতা ফিরে আসলে সমস্ত শুটিং পরিকল্পনা পুনরায় সাজানো হবে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
এআর//