রাজধানী

‘খেতে যাওয়া’ ৩ কর্মকর্তাকে প্রত্যাহার, ব্যাখ্যা দিলো পুলিশ

খেতে যাওয়ার ক্ষেত্রে এসওপি অনুসরণ না করায় মোহাম্মদপুর জোনের ৩ পুলিশ কর্মকর্তা বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ পুলিশের পোস্টের হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হলো-

ডিএমপির মোহাম্মদপুর জোনের ৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যাখ্যা দেয়া হচ্ছে।

দীর্ঘদিনের প্রচলিত রীতি মোতাবেক স্পর্শকাতর সময়ে আইন শৃংখলা রক্ষাকারী পুলিশের দায়িত্ব, কর্ম বন্টন এবং বিশ্রাম সংক্রান্ত বিষয়সমূহ নির্দিষ্ট এসওপি (SOP) দ্বারা নির্ধারিত হয়। সদস্যদের খাওয়া ও বিশ্রামের সুযোগ অবশ‍্যই দেওয়া হয়, তবে কর্তব‍্যরত সকলে একই সাথে তা পায় না। এ সুযোগ পর্যায়ক্রমে দেওয়া হয়, যাতে দায়িত্ব পালন নিরবচ্ছিন্ন থাকে।

বর্ণিত কর্মকর্তাগণ এসওপি অনুসরণ করেননি। সেজন‍্য প্রশাসনিক পদক্ষেপ নেয়া হয়েছে।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) পরিদর্শক (অপারেশন) ও ডিউটি অফিসারসহ তিনজনকে প্রশাসনিক কারণ দেখিয়ে প্রত্যাহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তর।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন