আন্তর্জাতিক

মার্কিন বাধা উপেক্ষা করে ফিলিস্তিনকে আজই স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ

যুক্তরাজ্য ও পর্তুগালের পর আজই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলন শুরু হওয়ার আগে এই স্বীকৃতি দিবে ইউরোপের দেশটি। ইসরাইলের সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ এ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও অস্ট্রেলিয়া ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে

তিনি বলেন, “আমরা তাদের বলেছি স্বীকৃতির বিষয়টি সহায়ক হবে না। দেশের অভ্যন্তরীণ বিষয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া।

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন