গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ২৫ জন নিহত
ইসরায়েলি বিমান হামলায় আবারও রক্তাক্ত হলো গাজা। রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে গাজা সিটির সাবরা এলাকায় একই পরিবারের অন্তত ২৫ জন নিহত হয়েছেন। একাধিক বাড়ি ধসে পড়ায় আরও ৫০ জন আটকা থাকতে পারেন বলে আশঙ্কা স্থানীয়দের। খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে এখনো উদ্ধার অভিযান চালাচ্ছেন স্বজন ও উদ্ধারকারীরা। এ পর্যন্ত ১৭ জনকে জীবিত বের করা হলেও ভেতর থেকে এখনও ভেসে আসছে আর্তনাদ।
মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, উদ্ধার অভিযানে বাধা দিচ্ছে ইসরায়েলি ড্রোনের গুলি।

স্থানীয় এক স্বজনের ভাষায়, “আমরা কাছে যেতেই গুলি চালানো হয়, পাঁচজন গেলে চারজন মারা যান।”
একই দিন গাজার শাতি শরণার্থী শিবির, তাল আল-হাওয়া, নাসর জেলা এবং বুরেইজ শিবিরে হামলায় আরও অন্তত সাতজন নিহত হন, যাদের মধ্যে চার শিশু।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ২৮৩ জন, আহত হয়েছেন এক লাখ ৬৬ হাজারের বেশি। এছাড়া অনাহার ও দুর্ভিক্ষে প্রাণ গেছে ৪৪০ জনের, যাদের মধ্যে ১৪৭ শিশু রয়েছে।
এসি//