অবশেষে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। সোমবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে প্যারিস এ ঘোষণা দেয়। খবর আলজাজিরা ও বিবিসি।
এর আগে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, কানাডা, আন্দোরা, মোনাকো ও সান মারিনোসহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।
বিশ্লেষকদের মতে, ফ্রান্সের এই সিদ্ধান্ত ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আরও জোরদার করবে। তবে এ পদক্ষেপ এসেছে এমন এক সময়ে, যখন গাজায় ইসরাইলের টানা হামলায় রক্তক্ষয়ী পরিস্থিতি চলছে। ফরাসি স্বীকৃতির দিন ভোরেই ইসরাইলি আগ্রাসনে অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে ৩০ জন গাজার স্থানীয় বাসিন্দা।
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এক ভিডিও বার্তায় জানান, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো দ্বি-রাষ্ট্র সমাধান। তিনি বলেন, ‘আমরা চাই ইসরায়েল ও ফিলিস্তিন— দুটি রাষ্ট্র পরস্পরকে স্বীকৃতি দিয়ে পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাস করুক।‘
এর আগে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি একই বার্তা দেন।
উল্লেখ্য, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সোমবার থেকে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে বৈশ্বিক সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের আয়োজক দেশ ফ্রান্স ও সৌদি আরব।
এমএ//