গাজায় এক দিনে আরও ৩৮ জনের মৃত্যু
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গেল ২৪ ঘণ্টায় দখলদার ইসরাইলি হামলায় আরও অন্তত ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৯০ জন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা জানায়, গেল একদিনে ইসরাইলি হামলায় অন্তত ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন ছিলেন খাদ্য সাহায্যের সন্ধানকারী। এ সময় আহত হয়েছেন আরও ১৯০ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধ এখন পর্যন্ত গাজায় অন্তত ৬৫ হাজার ৩৮২ জনের প্রাণ কেড়েছে। আহত হয়েছেন আরও প্রায় এক লাখ ৬৭ হাজার মানুষ।
মন্ত্রণালয় আরও জানায়, আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ তাদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এমএ//