ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬৬৮
গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় ৬৬৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গুতে প্রাণ হারানো পাঁচজনই ঢাকার বাসিন্দা। এদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবং দুইজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা।
এছাড়া গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের ২২০ জন। বাকিরা ঢাকা সিটির বাইরের।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪৩ হাজার ৮৪১ জন ডেঙ্গুতে আক্রান্ত হারিয়েছেন। প্রাণ হারিয়েছেন ১৮৭ জন
প্রসঙ্গত, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
এমএ//