দেশজুড়ে

ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ছবি: সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।গাজীপুরে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর হঠাৎ ওই কারখানায় ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন