ধর্ম

কমলো হজের খরচ, নতুন প্যাকেজ ঘোষণা

২০২৬ সালের হজ যাত্রার জন্য সরকার তিনটি সরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর সরকারি ব্যবস্থাপনায় বিমান ভাড়া প্রতি যাত্রীর জন্য ১২,৯৯০ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে হজ প্যাকেজ সংক্রান্ত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

সরকারি প্যাকেজগুলো হলো: হজ প্যাকেজ-১ (বিশেষ), হজ প্যাকেজ-২ এবং হজ প্যাকেজ-৩।

হজ প্যাকেজ-১ (বিশেষ):

এই প্যাকেজে হাজীদের মক্কায় হারাম শরীফ থেকে সর্বাধিক ৭০০ মিটার দূরত্বের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় আবাসনের সুবিধা দেওয়া হবে। একরুমে সর্বাধিক ৫ জনের জন্য এটাচড বাথরুমসহ ব্যবস্থা থাকবে। মিনায় জোন-২ এর তাঁবুতে থাকা যাবে এবং মিনা-আরাফায় ডি+ ক্যাটাগরির খাবার ও সার্ভিস মোয়াল্লেমদের মাধ্যমে সরবরাহ করা হবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা।

হজ প্যাকেজ-২:

প্যাকেজ-১-এর তুলনায় কিছুটা সাশ্রয়ী এই প্যাকেজে হাজীদের মক্কায় হারাম শরীফ থেকে ১.২–১.৮ কিলোমিটার দূরত্বে এবং মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় আবাসনের সুবিধা দেওয়া হবে। একরুমে সর্বাধিক ৬ জন থাকার ব্যবস্থা থাকবে। মিনায় জোন-২ এ তাঁবু এবং মিনা-আরাফায় ডি ক্যাটাগরির খাবার ও সার্ভিস দেওয়া হবে। খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা।

উল্লেখ্য যে, প্যাকেজ-১ ও ২-এর ক্ষেত্রে অতিরিক্ত অর্থ প্রদানের মাধ্যমে হাজীরা ২ বা ৩ সিটের রুমে আপগ্রেড এবং শর্ট প্যাকেজ সুবিধা নিতে পারবেন। সাধারণত সৌদি আরবে অবস্থানকাল ৩৫–৪৭ দিন হলেও শর্ট প্যাকেজে এটি ২২–৩০ দিন হবে।

হজ প্যাকেজ-৩:

নতুন সাশ্রয়ী প্যাকেজে হাজীদের আবাসন হবে মক্কায় আজিজিয়া এলাকায় এবং মদিনায় মারকাজিয়ার বাইরে। একরুমে সর্বাধিক ৬ জনের জন্য ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫ এর তাঁবুতে থাকার সুযোগ এবং মিনা-আরাফায় ডি ক্যাটাগরির খাবার ও সার্ভিস থাকবে। এছাড়া, হারাম শরীফে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য এসি বাসের বন্দোবস্ত থাকবে। এই প্যাকেজের খরচ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।

এই প্যাকেজটি সরকারি ব্যবস্থায় নতুন সংযোজন। আগে কখনো সরকারি হাজীদের আজিজিয়া এলাকায় রাখা হয়নি। তবে ইন্দোনেশিয়া, পাকিস্তান ও মালয়েশিয়ার হাজীদের দীর্ঘদিন ধরে সেখানে রাখা হয়। এ বছর দেশীয় হাজীদের জন্য এই ব্যবস্থাকে বাধ্যতামূলক করা হয়েছে।

অন্যদিকে, হজ এজেন্সিগুলোর জন্য সরকার ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ ঘোষণা করেছে, যার খরচ ধরা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। অনুমোদিত এই প্যাকেজ গ্রহণের পর এজেন্সিগুলো আরও দুটি প্যাকেজ অফার করতে পারবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন