গাজীপুরে পোশাক কারখানায় আগুন
গাজীপুর মহানগরীর কাশিমপুরে জি এম এস টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের তিন ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কাশিমপুর সুলতান মার্কেট এলাকার কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, প্রথমে ধোঁয়া বের হতে দেখা গেলে কারখানার নিজস্ব অগ্নিনিরাপত্তা কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বাড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৫টা ৩৫ মিনিটে জরুরি সেবার ৯৯৯ নম্বর থেকে আগুনের খবর পান তারা। পরে কাশিমপুর ফায়ার সার্ভিস ইনচার্জ আরিফুল ইসলামের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর কোনাবাড়ী ও কাশিমপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যুক্ত হয়ে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
পরে সন্ধ্যায় ৭-১০ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আসে।
আই/এ