গাজায় থেমে নেই বোমাবর্ষণ, নিহত আরও ৭৯ ফিলিস্তিনি
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় মৃত্যুর মিছিল থামছে না। সর্বশেষ হামলায় আরও অন্তত ৭৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
রোববার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই বছর ধরে চলা অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ হাজার ৫ জনে। আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৬৮ হাজার ১৬২ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৭৯ জনের মরদেহ হাসপাতালে পৌঁছেছে, যাদের মধ্যে দুজন ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। একই সময়ে আরও ৩৭৯ জন আহত হয়েছেন।
তবে মন্ত্রণালয়ের দাবি, হতাহতদের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। উদ্ধারকাজ চালানোর মতো পর্যাপ্ত সরঞ্জাম ও জনবল না থাকায় তাদের পৌঁছানো সম্ভব হয়নি।
এছাড়া, মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরাইলি বাহিনীর গুলিতে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬৬ জন। এ নিয়ে চলতি বছরের ২৭ মে থেকে এ পর্যন্ত সাহায্য নিতে গিয়ে নিহত হয়েছেন ২,৫৬৬ জন এবং আহত হয়েছেন ১৮,৭৬৯ জন।
প্রসঙ্গত, গাজায় চলমান এই দীর্ঘমেয়াদি হামলার কারণে আন্তর্জাতিক মহলে ইসরাইলের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
এ ছাড়া গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) একটি মামলার মুখোমুখিও হয়েছে ইসরাইল। তবুও ইসরাইলি বাহিনীর হামলা বন্ধ হয়নি।
এবিষয়ে মানবাধিকার সংস্থাগুলোসহ বিভিন্ন দেশের সরকার ও নাগরিক সমাজ থেকে নিন্দা ও উদ্বেগ প্রকাশ অব্যাহত রয়েছে।
এসি//