গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনায় নেতানিয়াহুর সমর্থন
ফিলিস্তিনের গাজায় সহিংসতা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ২০ দফা শান্তি পরিকল্পনায় সমর্থন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে দুই নেতার বৈঠকে এ সম্মতির কথা জানান তিনি।
নেতানিয়াহু বলেন, “গাজা যুদ্ধ বন্ধে আপনার পরিকল্পনাকে আমি সমর্থন করি। তবে হামাস যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে অথবা গ্রহণ করেও পিছু হটে, তাহলে ইসরাইল একাই কাজটা শেষ করবে। সহজ কিংবা কঠিন—যেকোনো পথেই তা করা হবে। আমরা প্রথমে সহজ পথকে অগ্রাধিকার দেব, কিন্তু লক্ষ্য পূরণ করবই।”
এর আগে হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা। প্রকাশের কয়েক মিনিট পরই ট্রাম্প এ নিয়ে ভাষণ দেন। এ সময় তার পাশে ছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
ট্রাম্প জানান, ইসরাইলসহ একাধিক দেশ তার উপস্থাপিত কাঠামো গ্রহণ করেছে। তবে স্বাধীনতাকামী সংগঠন হামাস এখনো প্রস্তাবে সম্মতি জানায়নি।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস যদি প্রস্তাব না মানে, তবে ইসরাইলের যেকোনো পদক্ষেপে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকবে।
সূত্র: আলজাজিরা
এমএ//