আন্তর্জাতিক

ইসরাইলের গোপন পারমাণবিক তথ্য প্রকাশ করল ইরান

ইসরাইলের গুরুত্বপূর্ণ গোপন তথ্য ফাঁস করেছে ইসরাইল। এর মধ্যে ইসরাইলের ১৮৯ জন পরমাণু ও সামরিক বিশেষজ্ঞের বিস্তারিত তথ্য রয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের প্রকাশিত নথিতে রয়েছে লাখ লাখ পৃষ্ঠা, যেখানে ইসরাইলের পারমাণবিক অস্ত্র কর্মসূচি ও বৈশ্বিক কার্যক্রমের পূর্ণ বিবরণ সংরক্ষিত আছে। গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব টেলিভিশনে এক ঘোষণায় বলেন, এর মাধ্যমে তেল আবিবের দীর্ঘদিনের গোপন উচ্চাকাঙ্ক্ষা ও পারমাণবিক অস্ত্রাগারের তথ্য উন্মোচিত হয়েছে।

তিনি জানান, তথ্য ভাণ্ডারটিতে অতীত থেকে শুরু করে চলমান সব অস্ত্র প্রকল্প, পুরোনো অস্ত্রের আধুনিকায়ন উদ্যোগ এবং যুক্তরাষ্ট্র ও কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে সহযোগিতার রেকর্ড রয়েছে। এ ছাড়া ইসরাইলের পারমাণবিক সক্ষমতা বিকাশে নিয়োজিত প্রশাসনিক কাঠামো এবং সংশ্লিষ্ট কর্মীদের বিস্তারিত তথ্যও সেখানে সংরক্ষিত আছে।

খাতিব আরও জানান, নথিতে ১৮৯ জন সিনিয়র ইসরাইলি পারমাণবিক ও সামরিক বিশেষজ্ঞের নাম, সংযোগ এবং নির্দিষ্ট ভূমিকার বিবরণ প্রকাশ করা হয়েছে। সম্প্রচারের সময় এসব বিশেষজ্ঞের পরিচয়পত্র ও ছবি দেখানো হয়, যাদের অনেকেই জানতেন না যে তারা গোপনে ক্যামেরায় বন্দী হয়েছেন।

ইরানি মন্ত্রী জোর দিয়ে বলেন, প্রকাশিত তথ্য শুধু শুরু মাত্র। এটি ইরানের হাতে থাকা পূর্ণাঙ্গ ভাণ্ডারের একটি অংশ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন