রাজনীতি

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

গাজামুখী ফ্লোটিলায় ইসরাইলি হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (০৩ অক্টোবর) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে দলটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতারা বক্তব্য দেন।

তারা ইসরাইলের দমননীতি ও গাজামুখী ফ্লোটিলায় বাধার নিন্দা জানিয়ে জাতিসংঘ ও ওআইসিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যাতে জামায়াতের নেতাকর্মী ছাড়াও বহু ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

এছাড়া একই দিন জুমার নামাজের পর বায়তুল মোকাররম এলাকায় আলাদা বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলন। সংগঠনটির নেতাকর্মীরাও ফিলিস্তিনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন