আন্তর্জাতিক

আমরণ অনশনে ইসরাইলে আটক ফ্লোটিলা অভিযাত্রীরা

ইসরাইলি বাহিনীর হাতে আটক সুমুদ ফ্লোটিলায় থাকা গ্রেটা থুনবার্গ

ইসরাইলে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন শুরু করেছেন।  শুক্রবার (০৩ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল কমিটি ‘টু ব্রেক দ্য সিজ অব গাজা’।

বিবৃতিতে বলা হয়েছে, “ফ্লোটিলা জাহাজের বেশ কয়েকজন কর্মী আটক হওয়ার পর অনির্দিষ্টকালের জন্য অনশন ঘোষণা করেছেন।”

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৪টি জাহাজের প্রায় সবই ইসরায়েলের নৌবাহিনী আটক করেছে। জাহাজে থাকা ৫০টিরও বেশি দেশের ৪৫০-এরও বেশি অধিকারকর্মীকে আটক করা হয়েছে। ফ্লোটিলার লক্ষ্য ছিল গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেয়া এবং ইসরায়েলের অবরোধ ভাঙা।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বোমা হামলায় ৬৬,২০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। জাতিসংঘের সংস্থা এবং মানবাধিকার গোষ্ঠীগুলো বারবার সতর্ক করেছে যে, গাজা বসবাসের জন্য অযোগ্য হয়ে উঠছে, এবং দুর্ভিক্ষ ও রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন