দেশজুড়ে

রোহিঙ্গা ক্যাম্পের ৭০০ সিসি ক্যামেরা গায়েব

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নিরাপত্তা শঙ্কা বাড়ছে। জানা গেছে, বিভিন্ন ক্যাম্প থেকে প্রায় ৭০০টি সিসি ক্যামেরা গায়েব হয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়কে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছে।

কিছু ক্যাম্পে কাঁটাতার কেটে গোপন পথ তৈরি করা হয়েছে। বিশেষ করে পানবাজার ক্যাম্পে অন্তত ছয়টি জায়গায় কাঁটাতার কেটে পথ বানানো হয়েছে। এই পথ ব্যবহার করে ক্যাম্পের বাইরে ছড়িয়ে পড়ছে কিছু রোহিঙ্গা। স্থানীয়রা অভিযোগ করেছেন, এই কাজ করছেন রোহিঙ্গারাই, এবং কিছু ক্ষেত্রে স্থানীয়দের প্রশ্রয়ও রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ২০১৭ সালে মিয়ানমার থেকে প্রায় ৭ লাখ রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় নিয়েছিল। ওই সময় পাহাড়ি উখিয়ার ৮ হাজার একর জুড়ে ৩৩টি ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বেড়া ও ক্যাম্পগুলোর নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে।

বিজিবি জানিয়েছে, কাঁটাতারের অনেক অংশ ভেঙে গেছে এবং মেরামত করা হয়নি। ফলে কিছু রোহিঙ্গা ক্যাম্পের বাইরে চলে যাচ্ছে, এবং কিছু স্থানীয় দুষ্কৃতিকারীর সঙ্গে মিশে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন