আন্তর্জাতিক

তীব্র তুষারঝড়ে মাউন্ট এভারেস্টে বিপদে পর্যটকরা

ছবি: সংগৃহীত

মাউন্ট এভারেস্টের তিব্বত অংশে তীব্র তুষারঝড়ে অন্তত এক হাজার পর্যটক আটকা পড়েছেন। তাদের উদ্ধারের জন্য তৎপরতা চালানো হচ্ছে। সোমবার (০৬ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদনে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানানো হয়েছে, এখন পর্যন্ত ৩৫০ জনকে উদ্ধার করে নিকটবর্তী কিউডাং শহরে নিরাপদ স্থানে পৌঁছে দেয়া হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এভারেস্টের পূর্ব ঢালে প্রায় ৪ হাজার ৯০০ মিটার (১৬ হাজার ফুট) উচ্চতায় পর্যটকরা আটকা পড়েছেন। ওই এলাকায় প্রবেশপথ থেকে তুষার সরিয়ে তাদের নিরাপদ স্থানে পৌঁছে দেয়ার কাজ চলছে। উদ্ধারকাজে শত শত স্থানীয় বাসিন্দাও অংশ নিচ্ছেন। এভারেস্টের তিব্বতের পূর্ব ঢাল পর্বতারোহীদের মধ্যে বেশ জনপ্রিয়।

স্থানীয় গাইড চেন গেশুয়াং রয়টার্সকে জানান, তীব্র ঠাণ্ডা ও হঠাৎ তুষারপাতের কারণে হাইপোথারমিয়ার ঝুঁকি সবচেয়ে বেশি।

তিনি বলেন, “এ বছরের আবহাওয়া স্বাভাবিক নয়। কখনো অক্টোবর মাসে এমন পরিস্থিতি দেখিনি।”

চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিব্বতের উদ্ধারকারী দল ‘ব্লু স্কাই রেসকিউ’-এর কাছে একটি ফোন আসে। সেখানে বলা হয়, প্রচণ্ড তুষারপাতের কারণে ক্যাম্পের তাঁবুগুলো ভেঙে পড়েছে এবং কয়েকজন পর্বতারোহী হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়েছেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় টিংরি কাউন্টি পর্যটন কর্তৃপক্ষ শনিবার রাত থেকে এভারেস্টে নতুন টিকিট বিক্রি বন্ধ করেছে এবং দর্শনীয় এলাকায় প্রবেশও সীমিত করেছে।

এ সময় তিব্বত ছাড়া আশেপাশের অঞ্চলেও চরম আবহাওয়া চলছে। নেপালে ভারী বৃষ্টি ও হঠাৎ বন্যায় ভূমিধসের কারণে অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। চীনে টাইফুন ‘ম্যাটমোর’ প্রায় দেড় লাখ মানুষকে ঘরবাড়ি থেকে সরিয়ে দিয়েছে।

মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা ৮,৮৪৯ মিটার। প্রতিবছর বহু মানুষ শৃঙ্গে ওঠার চেষ্টা করেন, তবে এখানে ওঠা অত্যন্ত বিপজ্জনক।

 

সূত্র: আল জাজিরা

এ সম্পর্কিত আরও পড়ুন