আন্তর্জাতিক

গাজায় গণহত্যার ইন্ধন আমাদের নিজস্ব সরকারই দিচ্ছে: গ্রেটা

ছবি: সংগৃহীত

ইসরাইল থেকে নির্বাসনের পর সোমবার (০৬ অক্টোবর) গ্রিসের রাজধানী এথেন্সে পৌঁছেছেন সুইডিশ জলবায়ু ও মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ।

তিনি বলেন, “গাজা থেকে আমরা চোখ সরাতে পারি না। বিশ্বের যে সমস্ত স্থান এই ঘটনার সম্মুখভাগে বাস করছে, সেখান থেকে আমরা যা করছি তা ন্যূনতম। এই গণহত্যা এবং অন্যান্য গণহত্যা আমাদের নিজস্ব সরকার, আমাদের মিডিয়ার দ্বারা সক্ষম এবং ইন্ধন জোগাচ্ছে।”

গত সপ্তাহে গ্রেটা এবং আরও ৭০ জনেরও বেশি আন্তর্জাতিক কর্মী ইসরাইল কর্তৃক আটককৃত মানবিক ত্রাণবাহী নৌকা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অংশ ছিলেন। এই নৌবহর গাজায় খাদ্য, পানি ও ওষুধ পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল, যা ইসরায়েলের অবরোধ অমান্য হিসেবে আখ্যায়িত করা হয়। ইসরাইল প্রায় ৪৫০ জনকে আটক করেছে, যাদের মধ্যে কয়েকজন এখনও আটক রয়েছেন। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ২৮ জন ফরাসি, ২৭ জন গ্রীক, ১৫ জন ইতালীয় এবং ৯ জন সুইডিশ, যাদের বেশিরভাগই বর্তমানে গ্রিসের মাধ্যমে যাতায়াত করছেন।

গ্রিসে পৌঁছার সময় এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেটাসহ অন্যান্য অধিকারকর্মীদের স্বাগত জানান তাদের সমর্থকরা। অনেকের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা।

থুনবার্গ বলেন, “ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে। তাদের ওপর সত্যিকারের চাপ তৈরি করতে হবে। সরকারগুলো তাদের ন্যূনতম দায়িত্বও পালন করছে না। বিদ্যমান সব ব্যবস্থাই গাজায় গণহত্যা বন্ধে ব্যর্থ হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, ইসরাইলি বাহিনীর হাতে আটক নৌবহরের লক্ষ্য ছিল এমন পরিস্থিতি তৈরি করা, যা তৈরি করতে সরকারগুলো ব্যর্থ হয়েছে। তারা তাদের দায়িত্ব পালন করলে এই নৌবহরের প্রয়োজনই হতো না।

সুত্র: আনাদোলু এজেন্সি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন