বিনোদন

এবার দুষ্টু বাচ্চাদের সঙ্গে লড়বেন মিস্টার বিন!

বিশ্বজুড়ে হাসির রাজা হিসেবে পরিচিত মিস্টার বিন, অর্থাৎ ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসন আবারও ফিরছেন নতুন কমেডি সিরিজ নিয়ে! নেটফ্লিক্সের আলোচিত সিরিজ  ‘ম্যান ভার্সেস বি’-এর সাফল্যের পর এবার আসছে তার দারুণ সিকুয়েল ‘ম্যান ভার্সেস বেবি’। ক্রিসমাস উৎসবকে সামনে রেখে সিরিজটি মুক্তি পাবে আগামী ১১ ডিসেম্বর।  

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যান ভার্সেস বি’–তে একটি মৌমাছির সঙ্গে রোয়ান অ্যাটকিনসনের পাগলাটে যুদ্ধ দর্শকদের হাসিতে মাতিয়ে দিয়েছিল। এবার সেই যুদ্ধের প্রতিপক্ষ আরও ভয়ঙ্কর — দুই চঞ্চল শিশু! 

আগের মৌসুমের ভয়াবহ অভিজ্ঞতার পর ‘হাউস কেয়ারটেকার’-এর চাকরি ছেড়ে দিয়েছে ট্রেভর বিংলি। এবার সে নতুন করে একটি স্কুলে কেয়ারটেকার হিসেবে যোগ দেয়। ছুটির আমেজে আনন্দে সময় কাটাচ্ছিল বিংলি, কিন্তু শেষ ক্লাসের দিনই ঘটল বিপত্তি—স্কুলের আশপাশে নাম-পরিচয়হীন দুই শিশুকে খুঁজে পায় সে। অভিভাবকের অনুপস্থিতিতে শিশু দুটির দেখাশোনার ভার এসে পড়ে তার ঘাড়ে।

এরপরই শুরু হয় একের পর এক বিপত্তি, হাসির বাঁধ ভাঙা মুহূর্ত, এবং বিংলির সেই চিরচেনা অগোছালো কাণ্ডকারখানা। ছুটির আনন্দ পেছনে ফেলে ট্রেভর বিংলি এবার নেমে পড়েছে ‘শিশু বনাম কেয়ারটেকার’ যুদ্ধে!

আগের মতোই ‘ট্রেভর বিংলি’ চরিত্রে দেখা যাবে রোয়ান অ্যাটকিনসনকে। তাঁর সেই পরিচিত মুখভঙ্গি, অদ্ভুত আচরণ, এবং নিঃশব্দ কমেডির ভঙ্গি আবারও পর্দা মাতাবে। শুধু অভিনয়ই নয়, উইল ভেডিস-এর সঙ্গে যৌথভাবে লেখা ও পরিচালনার দায়িত্বও নিয়েছেন অ্যাটকিনসন নিজেই।

গতকাল বুধবার নেটফ্লিক্স প্রকাশ করেছে সিরিজটির পোস্টার ও ক্লিপস। সেখানে দেখা গেছে রোয়ান অ্যাটকিনসনকে দুই শিশুর সঙ্গে নানা অদ্ভুত, মজার, কখনো হতাশাজনক পরিস্থিতিতে — যা দেখে দর্শকরা আগেই বুঝে ফেলেছেন, এবারও হাসির দমক থামবে না!

কমেডির জগতে রোয়ান অ্যাটকিনসনের নাম মানেই অন্যরকম এক ম্যাজিক। ‘ম্যান ভার্সেস বেবি’ হতে যাচ্ছে সেই জাদুরই নতুন অধ্যায় — যেখানে ক্রিসমাসের আনন্দ, শিশুর দুষ্টুমি আর বিংলির হাস্যকর বিপর্যয় মিলে গড়ে তুলবে নিখাদ বিনোদন।

 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন