সবজির বাজারে আগুন, স্বস্তি নেই কোথাও
রাজধানীতে লাগামহীন সবজির বাজার। দাম কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। পেঁপে ছাড়া প্রায় সব সবজির দাম এখন ৮০ থেকে ১০০ টাকার ঘরে। ফলে মাত্র চার পদের সবজি কিনতেই খরচ পড়ছে ৩০০ টাকার বেশি।
ক্রেতাদের অভিযোগ, বিক্রেতারা নানা অজুহাতে দাম বাড়িয়ে রাখছেন। এক পণ্যের দাম কিছুটা কমলেই অন্যটির দাম বেড়ে যায়। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে মাছ-মুরগির বাজারও হয়ে ওঠে নিয়ন্ত্রণহীন।
শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর হাতিরপুল, কাওরান বাজার ও নিউমার্কেট ঘুরে দেখা গেছে— কেজিপ্রতি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, গোল বেগুন ১৬০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, করলা ১০০ টাকা, বরবটি ৮০–১০০ টাকা, গাজর ৮০–১২০ টাকা এবং শিম ১৬০ টাকা কেজিতে।
এছাড়া পটোল ও কাঁকরোল ৮০ টাকা, চিচিঙ্গা ও ধুন্দল ৬০ টাকা, শসা ৫০ টাকা, মুলা ৬০ টাকা, লাউ প্রতি পিস ৮০ টাকা, কচুমুখী ৫০ টাকা, আর পেঁপে তুলনামূলক কমে ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বিক্রেতাদের দাবি, মৌসুমের এই সময়ে সবজির সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। তবে এক থেকে দেড় মাসের মধ্যে শীতের সবজি বাজারে আসলে দাম কমে আসবে বলে আশা করছেন তারা।
মাংসের বাজারেও দামে তেমন স্বস্তি নেই। গরুর মাংস ৭৫০ টাকা, খাসি ১১০০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা, আর পাকিস্তানি সোনালি কক ৩০০–৩৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
মাছের মধ্যে পাঙ্গাস ১৮০–২০০ টাকা, রুই ও কাতল ৪০০–৪৫০ টাকা, তেলাপিয়া ২৫০–২৮০ টাকা, ট্যাংরা ৪০০–৫৬০ টাকা, এবং পাবদা ৪৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
তবে ডিমের বাজার কিছুটা স্থিতিশীল। প্রতি ডজন ডিম ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
মসলার বাজারেও মিশ্র চিত্র। কিসমিস ৮০০ টাকা, আলুবোখারা ৭০০ টাকা, এলাচ ৪৮০০–৫২০০ টাকা, লবঙ্গ ১৭০০–১৮০০ টাকা, জিরা ৭০০ টাকা, গোলমরিচ ১৭০০ টাকা, দেশি আদা ১৩০ টাকা, চায়না আদা ১৫০ টাকা, দেশি রসুন ১০০ টাকা, আর দেশি পেঁয়াজ ৮০ টাকা ও হাইব্রিড ৭৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
চালের বাজারে বড় পরিবর্তন না এলেও দাম এখনও নিম্নআয়ের মানুষের নাগালের বাইরে। মিনিকেট চাল কেজিপ্রতি ৭৮–৮০ টাকা, পোলাও চাল ১২০ টাকা, দেশি মসুর ডাল ১৫০ টাকা, মুগ ডাল ১৬০ টাকা, খেসারি ১০০ টাকা, বুটের ডাল ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গেল সপ্তাহে খোলা সয়াবিন তেল ও দেশি পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে।
খোলা সয়াবিন তেল এখন প্রতি লিটার ১৭২–১৮০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম বেড়ে এখন ৭০–৭৫ টাকা কেজি। রসুন ও আদার দাম স্থিতিশীল রয়েছে।
এমএ//