বিএনপি

ধানের শীষ আপনার জন্মের আগেই বিএনপির প্রতীক : রিজভী

ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এটা যেন বাড়ির আবদারের মতো, ছোট ভাই বলছে যদি এই চকোলেট আমাকে না দেওয়া হয়, তাহলে বড় ভাইকেও দেওয়া হবে না। ব্যাপারটা এরকম, তারা শাপলা না পেলে ধানের শীষও দেওয়া হবে না। ধানের শীষ আপনার জন্মের আগেই বিএনপির প্রতীক। সেই প্রতীক নিয়ে আপনারা কাউন্টার দিচ্ছেন।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে ভাওয়াল রাজবাড়ী মাঠে দলের নতুন সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন

রিজভী বলেন, ধানের শীষ ৪৭ বছর ধরে নির্বাচনের প্রতীক। তার আগে ছিল মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক দলের প্রতীক। পরে বিভিন্ন দল একত্রিত হয়ে যখন বিএনপি গঠিত হলো, তখন প্রতীকটি বিএনপির নির্বাচনের প্রতীক হিসেবে চলে আসছে।

তিনি বলেন,  ছাত্রদের একটি সংগঠন গড়ে তোলা হয়েছে ভালো কথা। গণতন্ত্রের চর্চা থাকলে যেকোনও রাজনৈতিক দল মত প্রকাশ করতে পারে। আপনারা চেয়েছেন শাপলা। আপনারা কথা বলুন নির্বাচন কমিশনারের সঙ্গে, আপনাদের দাবি নিয়ে, প্রতীক নিয়ে। যদিও শাপলা জাতীয় প্রতীক। জাতীয় ফুলটি, জাতীয় প্রতীকে পরিণত হয়েছে। জাতীয় যেকোনও অনুষ্ঠান বা রাষ্ট্রপতি অথবা প্রধান উপদেষ্টা, শাপলার প্রতি মানুষের আলাদা শ্রদ্ধাবোধ রয়েছে। সেটা আপনারা চান। যাই হোক আপনাদের দলীয় বক্তব্য আপনারা বলতে পারেন। তার সঙ্গে ধানের শীষ কেন নিয়ে আসছেন?’

তিনি আরও বলেন,  আলোচনা হতে পারে, মতবিনিময় হতে পারে, কিন্তু বিতর্ক আর বিভেদে জড়ানো যাবে না। জুলাই ঐক্যের শক্তি হারালে আন্দোলনের অগ্রগতি থেমে যাবে। বিভাজন হলে কারও জন্যই মঙ্গল বয়ে আনবে না। তাই ঐক্য ধরে রাখতে হবে।

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমাদের (এনসিপি) শাপলা না দিলে ধানের শীষ প্রতীক বাতিল করতে হবে। নির্বাচন কমিশনের সামনে দুটি রাস্তা আছে। তা হলো ধানের শীষ’ ‘তারা’ ‘সোনালি আঁশবাতিল করা অথবা শাপলা দেওয়া।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন