আন্তর্জাতিক

গাজা যুদ্ধ শেষ, নতুন অধ্যায়ে মধ্যপ্রাচ্য: ট্রাম্প

গাজা যুদ্ধের অবসান ঘটেছে এবং এখন মধ্যপ্রাচ্য ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১২ অক্টোবর) রাতে ইসরায়েলের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগের সময় প্রেসিডেন্টের বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, “যুদ্ধ যে শেষ হয়েছে, আপনারাই দেখতে পাচ্ছেন।”

মধ্যপ্রাচ্য সফরে সোমবার প্রথমে ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেবেন ট্রাম্প। তারপর মিশরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

গত শুক্রবার স্থানীয় সময় দুপুর থেকে গাজায় হামাস ও ইসরাইলের  মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়।  সোমবার (১৩ অক্টোবর) ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে প্রায় ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে।

মিশর সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটিতে আয়োজিত সম্মেলনের লক্ষ্য হলো গাজায় সংঘাত শেষ করা। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টা জোরদার করা; একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তার নতুন এক যুগে প্রবেশ করা।

এরইমধ্যে সম্মেলনে যোগ দিতে মিশরে পৌছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্টসহ ২০টি দেশের শীর্ষ নেতারা।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলার মাধ্যমে এই যুদ্ধের সূত্রপাত হয়, যেখানে প্রায় ১২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয়।

হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তখন থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ৬৭,০০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে ১৮,০০০ এরও বেশি শিশু রয়েছে।

সূত্র: বিবিসি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন