রাজধানীতে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার
রাজধানীর কলাবাগান এলাকায় একটি বাসার ডিপ ফ্রিজ থেকে তাসলিমা আক্তার (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে কলাবাগান প্রথম লেনের লন্ডন কলেজের পাশের এক বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী নজরুল ইসলাম পলাতক রয়েছে।
নিহতের মেয়ের অভিযোগ, তার বাবা নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই তাসলিমার সঙ্গে ঝগড়া করতেন। তাসলিমাকে হত্যা করে ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন নজরুল। এরপর মেয়েদের নিয়ে বোনের বাড়িতে রেখে আসেন তিনি।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ফ্রিজের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। তখন তাসলিমার মুখ বাধা অবস্থায় পাওয়া যায়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, তাসলিমার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে নজরুল ইসলাম স্ত্রীকে হত্যা করে মরদেহ গোপন করতে ফ্রিজে রেখে পালিয়ে যান।
এ ঘটনায় নিহতের পরিবার কলাবাগান থানায় মামলা করেছে।
এমএ//