আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি কার্যকর

ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেল ২ হাজার ফিলিস্তিনি

দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটিয়ে গাজায় অবশেষে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া এই চুক্তির আওতায় হামাস ২০ জন জীবিত ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে, বিনিময়ে ইসরাইল ছেড়ে দিয়েছে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বন্দি বিনিময়ের মাধ্যমে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করে বলেন, “আকাশ এখন শান্ত, বন্দুক নীরব, সাইরেন থেমে গেছে—অবশেষে পবিত্র ভূমিতে শান্তি ফিরে এসেছে।” তিনি এই মুহূর্তকে “এক দীর্ঘ দুঃস্বপ্নের অবসান” বলে বর্ণনা করেন।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, মিশরের শার্ম আল-শেখে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সম্মেলনে ২০টির বেশি দেশের নেতারা অংশ নেন এবং গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। যদিও ইসরাইল ও হামাসের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন না, গাজার ভবিষ্যৎ প্রশাসন ও পুনর্গঠনে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

তবে যুদ্ধবিরতির পরও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে—গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানো, নিহত জিম্মিদের দেহ উদ্ধার এবং স্থায়ী শান্তির নিশ্চয়তা তার মধ্যে অন্যতম। জাতিসংঘ সতর্ক করেছে, এখনো লাখো গাজাবাসী চরম খাদ্যসংকট ও আশ্রয়হীনতার মধ্যে দিন কাটাচ্ছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন