জাতীয়

'বিশ্ব মান দিবস' পালন করলো বিএসটিআই

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে বিশ্ব মান দিবস। এ বছরের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য ‘শেয়ারড ভিশন ফর এ বেটার ওয়ার্ল্ড’ 'Shared vision for a better world' । অর্থাৎ ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান’ । এই প্রতিপাদ্যকে সমানে রেখে জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে।

এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৪ অক্টোবর) বিএসটিআই’র প্রধান কার্যালয়ের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। 

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর এবং ক্যাব সভাপতি এ, এইচ, এম, সফিকুজ্জামান।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাসিব চৌধুরী। সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম।

এ সম্পর্কিত আরও পড়ুন