দেশজুড়ে

রামু বৌদ্ধ মন্দির হামলার ১৩ বছর পর মিললো সেই উত্তমের সন্ধান

উত্তম বড়ুয়া ডান দিকে

২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দিরে ফেসবুক পোস্ট শেয়ারকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেএ ঘটনায় অভিযুক্ত হয়ে পালিয়ে দেশ ছাড়তে বাধ্য হন রামুর যুবক উত্তম কুমার বড়ুয়া। দীর্ঘ ১৩ বছর ১৩ দিন ফেরারি জীবন কাটানোর পর অবশেষে তিনি সপরিবারে ফ্রান্সে আশ্রয় নিয়েছেন।

স্থানীয়রা জানান, ঘটনার শুরুতে ফেসবুকে পবিত্র কোরআনকে অবমাননার অভিযোগে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। সেই পোস্ট শেয়ার করার অভিযোগ ওঠে উত্তম কুমার বড়ুয়ার বিরুদ্ধে। অথচ তদন্তে প্রমাণিত হয়, তিনি সরাসরি এর সঙ্গে জড়িত ছিলেন না। তবুও তার পরিবারসহ পুরো বৌদ্ধ সম্প্রদায় চরম ভুক্তভোগী হয়। রামুর একের পর এক বৌদ্ধ মন্দিরে হামলা চালানো হয়।

অন্যদিকে দেশে থেকে উত্তমের স্ত্রী রিতা বড়ুয়া তিন বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে সীমাহীন কষ্টে লড়ে গেছেন। সামাজিক লাঞ্ছনা, দারিদ্র্য ও নিঃসঙ্গতা সইতে সইতে তিনি বড় করেছেন সন্তানকে। সেই ছোট্ট আদিত্য এখন বড় হয়ে এসএসসি পাস করেছে কৃতিত্বের সঙ্গে।

দীর্ঘ প্রতীক্ষা শেষে ফ্রান্সে একত্রিত হয়ে নতুন জীবনের সূচনা করলেন উত্তম বড়ুয়া ও তার পরিবার।

স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়সহ শুভানুধ্যায়ীরা এ ঘটনাকে মানবতার জয় হিসেবে দেখছেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন