দেশজুড়ে

সীমান্তে নারী শিশুসহ ১১ রোহিঙ্গা আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্তে নারী শিশুসহ ১১ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। আটক রোহিঙ্গাদের প্রথমে সোনাহাট বিজিবি কোম্পানি সদরে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ভূরুঙ্গামারী থানা পুলিশের নিকট হস্তান্তর করে বিজিবি। আটকদের মধ্যে চার পুরুষ দুই নারী এবং ছয়জন শিশু কিশোর।

শুক্রবার সকাল সাতটার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের আমতলা নামক স্থানে কচাকাটা ভূরুঙ্গামারী সড়কের পাশ থেকে তাদেরকে আটক করা হয়। কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন ইমাম হোসেন (৪৮),রবিউল আলম (২০),রবিউল আলম (২০),শফিউল্লাহ (১৮),আমেনা বেগম (২৮),রেজিয়া (২১), নবী হোসেন (১৫), , আজিজ (১৫), মোহাম্মদ আবু (৭),রিফা (৯), শাফা (৬), নুর শাহিদা (২)। আটক ১১জন দুটি পরিবারের সদস্য বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ভোরে ওই সমস্ত রোহিঙ্গা বলদিয়া ইউনিয়নের আমতলায় ঘোরাফেরা করতে দেখে তাদেরকে আটক করে। পরে বিজিবি খবর পেয়ে কুড়িগ্রাম বিজিবির সোনাহাট কম্পানী সদরের সদস্যরা এসে তাদেরকে হেফাজতে নেয়। স্থানীয়দের ধারণা বৃহস্পতিবার  গভীর রাতে বলদিয়া ইউনিয়নের খুটামারা সীমান্তের ১০১১ সীমানা পিলারের নিকট দিয়ে তাদেরকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষি বাহীনি (বিএসএফ)।

একটি সূত্র জানায় তারা সবাই কক্সবাজার জেলার কলাতলী থেকে কুমিল্লা দিয়ে ১ বছর আগে ভারতে প্রবেশ করে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, প্রাথমিকভাবে তাদের রোহিঙ্গা বলে মনে হচ্ছে। এ বি‌ষ‌য়ে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক বলেন, আটককৃতরা যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানা মিলছে না। তাদেরকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন