আগুন নিয়ন্ত্রণে এসেছে,তবে পুরোপুরি নির্বাপণ হয়নি : বিমান উপদেষ্টা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরোপুরি নির্বাপণ হয়নি। আমরা যত দ্রুত পারি বিমানবন্দর চালু করব। কারণ, এয়ারপোর্টে এ মুহূর্তে বিমান ওঠানামা বন্ধ আছে। আমরা চেষ্টা করছি, যত দ্রুত পারি–আজ রাতের মধ্যেই বিমান চলাচল চালু করা হবে।
শনিবার (১৮ অক্টোবর) রাতে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
তিনি জানান, যেখানে আগুন লেগেছে সেখানে আমদানি করা পণ্য রাখা হতো। রপ্তানি পণ্য যে স্থানে থাকে সেটি সুরক্ষিত আছে।
এদিকে ঢাকাগামী ৮ টি বিমান সিলেট ও চট্রগ্রামে অবতরণ করেছে।
এছাড়া হংকং থেকে ঢাকায় আসা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি বিমান অবতরণের অনুমতি না পেয়ে দীর্ঘ সময় ঢাকার আকাশে চক্কর কাটতে থাকে। অন্যদিকে দিল্লি থেকে ঢাকাগামী ইন্ডিগোর ফ্লাইটটিকে পাঠানো হয় ভারতের কলকাতা বন্দরে। এ ছাড়া ব্যাংকক থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের এবং শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইটকে নামানো হয় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।
আন্তর্জাতিক রুটের পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দর বন্ধ থাকায় অভ্যন্তরীণ রুটও ক্ষতিগ্রস্ত হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইট এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট উড্ডয়নের পরও পুনরায় চট্টগ্রামে ফিরে যায়।
অগ্নিকাণ্ডের কারণে ঢাকা থেকে বহির্গামী একাধিক ফ্লাইটও আটকা পড়ে। ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি-১৬৩ ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই-১১১৬ ফ্লাইট যাত্রীবাহী বিমান হওয়া সত্ত্বেও রানওয়ের বদলে ট্যাক্সিওয়েতে দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হয়।
আই/এ