আন্তর্জাতিক

ইথিওপিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১৫

দুর্ঘটনায় কবলিত ট্রেন ছবি: সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার শিনিলে শহরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩০ জন। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, দুর্ঘটনার সময় অনেক যাত্রী ট্রেনের বগি থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচে গেছেন।

সোমবার (২০ অক্টোবর) স্থানীয় গণমাধ্যম ডাইর টিভি প্রতিবেদনে জানায়,  রাতের এই দুর্ঘটনায় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে কয়েকটি বগি উল্টে যায় এবং কিছু সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়।

স্থানীয় জেলা প্রশাসক জিব্রিল ওমর বিবিসি সোমালি-কে বলেন, “দুর্ঘটনার প্রধান কারণ ট্রেনটির পুরনো ও অচল অবস্থা। এটি ভারী বোঝা বহন করতে পারছিল না। আমরা মনে করছি অতিরিক্ত বোঝাইও একটি বড় কারণ।”

তিনি আরও জানান, ট্রেনটি যাত্রীদের পাশাপাশি চাল, পাস্তা ও ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্য বহন করছিল। বেশিরভাগ যাত্রী তরুণ ছিলেন। অনেকেই সময়মতো লাফ দিয়ে প্রাণে বেঁচে গেছেন।

দুর্ঘটনার সময় ট্রেনটি দেউয়েলে শহর থেকে ডাইরে দাওয়া নগরীর উদ্দেশে রওনা হয়েছিলো।

সোমালি আঞ্চলিক সরকারের মুখপাত্র মোহাম্মদ আদেম জানিয়েছেন, নিহত ও আহত সকল যাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

ইথিওপিয়ায় ট্রেন দুর্ঘটনা তুলনামূলকভাবে বিরল ঘটনা। আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল এই দেশের বৃহত্তম অঞ্চলগুলোর একটি হলো সোমালি অঞ্চল, যেখানে মূলত সোমালি জাতিগোষ্ঠীর মানুষই বসবাস করে।

সুূত্র: বিবিসি

 

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন