নারী ফুটবল ম্যাচে দর্শকদের হামলা, খেলা বন্ধ
ঝিনাইদহের মহেশপুরে নারী ফুটবল ম্যাচ চলাকালীন দর্শকদের হামলায় খেলোয়াড়সহ তিনজন আহত হয়েছেন। খেলায় অংশ নেয় ঢাকা নারী ফুটবল দল ও সিরাজগঞ্জ নারী ফুটবল দল। ম্যাচে দেশের নারী ফুটবলের পরিচিত মুখ ঈশিতা ও সপ্না অংশ নেন।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার মান্দারতলা মাঠে মান্দারতলা যুব সংঘের আয়োজনে এ প্রীতি নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে এ ঘটনা ঘটে বলে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, খেলা শুরুর ১০ মিনিটের মাথায় মাঠের দর্শকদের মধ্যে উত্তেজনা শুরু হয়। পরে কিছু উত্তেজিত দর্শক মাঠে ঢুকে খেলোয়াড়দের লক্ষ্য করে এগিয়ে আসে । এতে দুইজন দর্শক ও এক নারী ফুটবলার আহত হন।
খেলায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লে আয়োজকরা ম্যাচটি বন্ধ ঘোষণা করেন। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি নজরুল ইসলাম জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত দর্শকদের কারণে এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে।
আই/এ