খেলার মাঝেই হঠাৎ লুটিয়ে পড়লেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই পড়ে যান জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফজলে মাহমুদ রাব্বি। শনিবার (২৫ অক্টোবর) বরিশাল ও খুলনা বিভাগের মধ্যকার ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে।
ম্যাচের প্রথম সেশনের ১৯তম ওভারে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় আচমকা মাটিতে লুটিয়ে পড়েন রাব্বি। এ দৃশ্য দেখে দ্রুত তার পাশে ছুটে যান খুলনার ব্যাটার সৌম্য সরকারসহ সতীর্থরা।
পরে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয় এবং অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হলেও শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতালে যেতে হয়নি তাকে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন। ম্যাচ রেফারি আখেরুজ্জামান খান জানান, 'রাব্বি এখন শারীরিকভাবে ভালো আছেন। পরে আরও বিস্তারিত জানানো হবে।'
জাতীয় দলের হয়ে ২০১৮ সালে দুটি ম্যাচ খেলেছিলেন ফজলে মাহমুদ রাব্বি।
এমএ//