দেশজুড়ে

তিন বস্তা টাকা পাওয়া সেই ভিক্ষুক সালেহা আর নেই

ফাইল ছবি

নিজের ঘরে ৩ বস্তা টাকা পাওয়া সেই ভিক্ষুক সালেহা বেগম আর নেই। প্রায় ৪০ বছর ভিক্ষা করে তিন বস্তা টাকা জমানোর বিষয়টি জেলায় আলোচনার জন্ম দেয়। সালেহা বেগম সিরাজগঞ্জ শহরের মাছুমপুর মহল্লার মৃত আব্দুস ছালামের স্ত্রী। বহু বছর ধরে তিনি রায়পুর এলাকার কওমী জুটমিলের পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দায় একা বসবাস করতেন।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত ৯ অক্টোবর স্থানীয়রা সালেহার ব্যবহৃত কোয়ার্টারে পরিষ্কার-পরিচ্ছন্নতার সময় দুটি বস্তা ভর্তি পুরোনো টাকা পেয়ে অবাক হয়ে যান। কয়েক ঘণ্টা ধরে গুনে পাওয়া যায় প্রায় ১ লাখ ২৬ হাজার ২৫৩ টাকা। দুদিন পর, ১১ অক্টোবর, একই স্থান থেকে আরও একটি বস্তা ভর্তি টাকা উদ্ধার হয়। সব মিলিয়ে প্রায় ১ লাখ ৭৪ হাজার টাকার খোঁজ মেলেযার বেশ কিছু অংশ পচে গিয়েছিল।

প্রতিবেশী আব্দুর রহিম বলেন, সালেহা বেগম স্বামী পরিত্যক্তা ছিলেন। তিনি কখনো রান্না করতেন না, ভিক্ষা করে যা পেতেন তাই খেতেন। নিজের কোনো ঘরবাড়ি ছিল না, কওমী মজদুর ইউনিয়নের পরিত্যক্ত ঘরে থাকতেন। অসুস্থ হওয়ার পর আমরা তার দেখাশোনা করেছিলাম।

সালেহার মেয়ে স্বপ্না খাতুন জানান, মা একটু অন্যরকম ছিল। টাকা জমিয়েছে, কিন্তু খরচ করতে জানতো না। চিকিৎসার জন্য কিছু টাকা ব্যবহার করেছি, বাকি টাকাগুলো দিয়ে আমি মায়ের নামে দান-খয়রাত করতে চাই।

সিরাজগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহরিয়ার শিপু বলেন, দুই দিনে তার কাছ থেকে তিন বস্তা টাকা উদ্ধার হয়। এর মধ্যে ভালো অবস্থায় পাওয়া গেছে প্রায় ১ লাখ ৭৪ হাজার টাকা। বাকি অংশ পচে গেছে। টাকাগুলো এখন আমাদের হেফাজতে আছে। ইসলামী ফারাজ অনুযায়ী ভাগ করে দেওয়া হবে।

তিনি আরও জানান, সালেহা বেগমের শরীরে লিভার ক্যান্সার ধরা পড়ে। শুক্রবার রাতে তিনি মারা যান। শনিবার সকাল ১০টায় কান্দাপাড়া কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন