শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে শিক্ষা অধিদপ্তরের নতুন নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠাতে হলে ২৭ অক্টোবরের মধ্যে অনলাইনে বিল জমা দিতে হবেএমন নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রবিবার (২৬ অক্টোবর) মাউশির ইএমআইএস সেল থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি মাসের বিল দাখিলের সময়সীমা অতিক্রম করলে বেতন ইএফটিতে পাঠানোর প্রক্রিয়া ব্যাহত হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে এমপিওভুক্তদের বেতন ইএফটি পদ্ধতিতে সরাসরি ব্যাংক হিসাবে প্রদান করা হচ্ছে। জুলাই পর্যন্ত এই প্রক্রিয়ায় বেতন পাঠানো হয়েছে, আর আগস্ট থেকে বিল দাখিলের জন্য প্রতিষ্ঠান প্রধানদের apps.emis.gov.bd পোর্টালে লগইন করে তথ্য সাবমিট করতে হচ্ছে।

প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক শিক্ষক ও কর্মচারীর সঠিক এমপিও পরিমাণ নিশ্চিত করে অনলাইনে বিল জমা দিতে হবে। কোনো তথ্যভুলের কারণে বেতন পাঠাতে সমস্যা হলে দায়ভার প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, কেউ মৃত্যুবরণ, পদত্যাগ, সাময়িক বরখাস্ত বা অনুপস্থিত থাকলে আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তনের বিষয়টিও অনলাইনে বিল সাবমিটের সময় উল্লেখ করতে হবে। প্রতিষ্ঠান প্রধানের জমা দেওয়া তথ্যকেই চূড়ান্ত বিবেচনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন