দেশজুড়ে

বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় রেজু নদীতে শখের বশে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ১৯ ঘণ্টা পর স্কুলছাত্র মোহাম্মদ শাহীন সারোয়ার ফরহাদ (১৪)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ফরহাদ সোনারপাড়া বাজার এলাকার আব্দুল করিমের ছেলে। সে সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

রোববার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া রেজু ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউল হক।

তিনি জানান, শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে বাবা আব্দুল করিমের সঙ্গে শখের বশে বড়শি দিয়ে মাছ ধরতে যায় ফরহাদ। এক পর্যায়ে অসাবধানবশত নৌকা থেকে পড়ে নদীর স্রোতে তলিয়ে যায় সে।

খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে খোঁজ শুরু করলেও কোনো সন্ধান মেলেনি। পরে উখিয়া ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান চালায়। রাতভর তল্লাশির পরও ফরহাদকে না পেয়ে অভিযান স্থগিত করা হয়।

তিনি আরও জানান, আজ সকালে স্থানীয়রা রেজুব্রিজ সংলগ্ন নদীতে ফরহাদের মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন