দেশজুড়ে

কাভার্ডভ্যানের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ, নিহত বেড়ে ৫

জামালপুরে কাভার্ডভ্যানের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষের ঘটনায় আহত দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।নিহতরা হলেন কলেজ শিক্ষার্থী সুমাইয়া জামান সিথি (২১) ও ইজিবাইক চালক জাহাঙ্গীর (৩৪)এ নিয়ে এই দুর্ঘটনায় মোট পাঁচজন নিহত হয়েছেন।

সোমবার (২৭ অক্টোবর) রাতে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আজ দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের জামালপুর অর্থনৈতিক অঞ্চলের গেটের সামনে কাভার্ডভ্যান ও ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান,  জামালপুর থেকে টাঙ্গাইলগামী একটি কাভার্ডভ্যান জামালপুর অর্থনৈতিক অঞ্চলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাশেদ মিয়া নামে এক কলেজ শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চান মিয়া ও আরিফা আক্তার পলি সেখানে মারা যান।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন